Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ

অবস্থানঃব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার  দক্ষিন পশ্চিম  কোনে নবীনগর পৌরসভা সংলগ্নে অবস্থিত।

এক নজরে :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ১২নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে। কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্বল।

ক) নাম                                       :         ১২নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন                                   :         ৫,৭৩৪একর।

গ) লোক সংখ্যা                                        :         ১৬০৯২জন  (প্রায়) ২০০১ সালের আদম শুমারী অনুযায়ী।

ঘ) গ্রামের সংখ্যা                             :         ০৮টি।

ঙ) মৌজার সংখ্যা                           :         ০২টি।

চ) হাট/বাজারের সংখ্যা                     :         ০৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম :       সি.এন.জি/ বাস/অটো/ টেম্পু।

জ) শিক্ষার হার                               :         ৬০%।

ঞ) সরকারী প্রাথমিক বিদ্যালয়             :         ০৬টি।

চ) বে সরকারী প্রাথমিক বিদ্যালয়                    :         ০৪টি।

ছ) উচ্চ বিদ্যালয়                             :         ০২টি।

জ) কামিল মাদ্রাসা                           :          ০১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান                   :         জনাব ফাইজুর রহমান

ঞ) শপথ গ্রহনের তারিখ                              :         ০৫/০৭/২০১১ইং। প্রথম সভার তারিখ : ১৯/০৭/২০১১ইং।

ট) গুরম্নত্বপূর্ণ ধর্মীয় স্থান                              :         ০২টি।

ঠ) ইউনিয়ন পরিষদের জনবল              :         ১। নির্বাচিত সদস্য সংখ্যা-১৩ জন।

২। ইউনিয়ন সচিব- ০১জন।

৩। ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৯জন।

ড) ঐতিহাসিক/পর্যটন স্থান                 :         শহীদের স্মৃতি সত্মম্ভ। 

ঢ) ইউ/পি ভবন স্থাপন কাল                 :